ads
১৪ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচীর উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচীর উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচীর উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

১৪ ডিসেম্বর—জাতির ইতিহাসের এক শোকাবহ ও গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের।

তাঁদের আত্মত্যাগের স্মরণে কোম্পানীগঞ্জে উদীচীর উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দীন বাবুল, উদীচী নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক এএইচএম মান্নান মুন্না, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক মিলন চন্দ্র দাস, উদীচী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবিএম মহি উদ্দীন লিপু, সাধারণ সম্পাদক সুমন দাস সহ উদীচীর অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, প্রজ্জ্বলিত প্রতিটি মোমবাতি আমাদের অঙ্গীকার—মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সালাম জানাই।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম