ads
১৪ ডিসেম্বর, ২০২৫

সেনবাগে দিনব্যাপী ইসলামী শিক্ষা ও বই মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সেনবাগে দিনব্যাপী ইসলামী শিক্ষা ও বই মেলা অনুষ্ঠিত

সেনবাগে দিনব্যাপী ইসলামী শিক্ষা ও বই মেলা অনুষ্ঠিত

খোরশেদ আলম, সেনবাগ:

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো ‘ইসলামী শিক্ষা ও বই মেলা’।

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক বুরহান সাদীর পরিচালনায় অনুষ্ঠিত ইসলামী শিক্ষা ও বই মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুমচর আলীয়া মাদ্রাসার (লক্ষ্মীপুর) সাবেক প্রিন্সিপাল মাওলানা হারুন আল-মাদানী ও মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মো. জাহিদুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো. ইয়াসিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল্লাহ জুবায়ের। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন - আজিম চৌধুরী হজ্ব কাফেলার কর্ণধার রহিম উল্ল্যাহ চৌধুরী রিপন, সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়াজী, সেনবাগ মায়া প্রাইভেট হাসপাতালের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবক আলা উদ্দিন আলো প্রমুখ।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মো. জাহিদুল ইসলাম জানান, "আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী সংস্কৃতিকে ফুটিয়ে তোলা, ইসলামী বই সম্পর্কে মানুষকে জানানো। যেমন কোরআন গবেষণা করতে কী কী বই লাগবে, হাদিস গবেষণা করতে কী কী দরকার হয়, ফিক্হ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে বড় বড় কী কিতাব পড়তে হয়।

আমাদের পৃথক পৃথক কোরআন গবেষণা, হাদিস গবেষণা ও ফিক্হ গবেষণা স্টলসমূহে সেগুলো প্রদর্শিত হচ্ছে। তাছাড়াও ইসলাম প্রচার (দা’ওয়াহ কাজ) কীভাবে করতে হয়, সেসব বিষয়ের প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি।"

তাছাড়াও দেশীয় ফল, পিঠা, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, শিশুদের খেলনা, দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছের সমাহার ছিল চোখে পড়ার মতো। মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক ও শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম