নিজস্ব প্রতিনিধিঃ
দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণে আয়োজিত হচ্ছে দোয়া ও মিলাদ মাহফিল।
উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, বাদ আসর, নোয়াখালী জেলা জামে মসজিদে (বড় মসজিদ)। মাহফিলের শেষে প্রার্থনা ও দোয়া-ফাতিহার মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করা হবে।
এবং সন্ধ্যা ৫,৩০ মিনিটে নোয়াখালী প্রেসক্লাবের স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
মাহফিলে অংশগ্রহণের জন্য নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সকলকে আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা জানাচ্ছেন, এই মহতী উদ্যোগে উপস্থিতি মরহুমকে স্মরণ করার পাশাপাশি সাংবাদিক সমাজের ঐক্য এবং সম্মান প্রকাশের প্রতীক হিসেবে গণ্য হবে।
আনোয়ারুল হক আনোয়ার দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; তিনি সমাজসেবা ও স্থানীয় গণমাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের জন্যও সুপরিচিত ছিলেন।
নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিক, সমাজসেবী, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি কাম্য। বিশেষ করে সাংবাদিক সমাজকে একত্রিত করার পাশাপাশি মরহুমের স্মৃতিকে সম্মান জানানো এই মাহফিলের প্রধান লক্ষ্য।


