খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।
বেলা ১১টার সময় সেনবাগ উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌরসভা প্রশাসক নূর পেয়ারা বেগম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরী, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।
শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে মসজিদ, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


