ads
৩১ অক্টোবর, ২০২৫

সুবর্ণচরে জাল টাকাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সুবর্ণচরে জাল টাকাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

সুবর্ণচরে জাল টাকাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাল টাকাসহ মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে পুলিশের হাতে সোপর্দ করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাঁকে আটক করা হয়।

নুর আলম সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি একই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদল নেতা নুর আলম রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে আবদুল্লাহ মিয়ার হাট বাজারে যান। সেখানে তিনি একটি মুদিদোকান থেকে কিছু সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের কাছ থেকে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি এক হাজার টাকার নোটটি পরীক্ষা করে দেখেন যে সেটি জাল। তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের অন্য দোকানিদের বিষয়টি জানান। এরপর বাজারের দোকানিরা একত্রিত হয়ে একটি রাস্তা থেকে নুর আলমকে আটক করেন। আটকের পর নুর আলম জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সময় তাঁর কাছে থাকা তল্লাশিতে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, এ ঘটনায় নুর আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম