ads
২১ জানুয়ারি, ২০২৬

সুলতান জাকারিয়ার পক্ষে মাঠ ছাড়লেন জামায়াত ও খেলাফত মজলিস নেতা

অনলাইন ডেস্ক

সুলতান জাকারিয়ার পক্ষে মাঠ ছাড়লেন জামায়াত ও খেলাফত মজলিস নেতা

সুলতান জাকারিয়ার পক্ষে মাঠ ছাড়লেন জামায়াত ও খেলাফত মজলিস নেতা

খোরশেদ আলম, সেনবাগ (নোয়াখালী):

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১০-দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ‘শাপলাকলি’ প্রতীকের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার পক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সাইয়েদ আহমদ ও খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর ফলে এ আসনে ১০-দলীয় জোটের একমাত্র প্রার্থী হিসেবে থাকলেন ‘শাপলাকলি’ প্রতীকের সুলতান মুহাম্মদ জাকারিয়া।

১০-দলীয় জোটের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, "নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে মাঠে কাজ করার পরও দল এবং জোটের স্বার্থে উনারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, তা নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি বিশেষভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী ও প্রবীণ নেতা অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

তিনি আরও বলেন, "মাওলানা সাইয়েদ আহমদ ও মাওলানা তোফাজ্জল হোসেনের ত্যাগের কারণে ১০-দলীয় জোটের ঐক্য আরও সুদৃঢ় হলো। এই ঐক্যের ফলে নির্বাচনে জোটের বিজয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। ১০-দলীয় জোট ক্ষমতায় আসলে অবশ্যই উনাদের এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম