খোরশেদ আলম, সেনবাগ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীীরা।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাদামতলা এলাকায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী -২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান।
উপজেলার ৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুল আলম মারুফের সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক মো. জুলেটের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন - সেনবাগ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হাসান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মিলন, সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম টিপু প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।


