ads
১৬ জানুয়ারি, ২০২৬

হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

নোবিপ্রবি প্রতিনিধি: 
হীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই”, “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”, “দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা”, “আমি কে? তুমি কে? হাদি, হাদি” সহ বিভিন্ন স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হলে তাদের সাথে একাত্মতা পোষণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় নোবিপ্রবি ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসান বলেন, “ইনকিলাব মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই যোদ্ধা ওসমান হাদির খুনের বিচারের দাবিতে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলছে, তারাই ‘টার্গেট কিলিং’-এর শিকার হচ্ছে। এটি একটি গভীর ষড়যন্ত্র। 

বর্তমান বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। সরকারের কাছে আমাদের আহ্বান—শুধু হাদি হত্যার বিচার নয়; যুবদল নেতা কিবরিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যারও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আমরা বাংলাদেশে আর বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসুক তা চাই না।”

শিক্ষার্থীদের মধ্য থেকে আব্দুর রহমান সাকিব বলেন, “অনেক জুমাবার পেরিয়ে গেলেও আমরা হাদি ভাইয়ের বিচারের দেখা পাইনি। হাদি ভাইয়ের ভারতীয় আধিপত্য বিরোধী সংগ্রাম কখনো থেমে যাবে না। এক হাদি চলে গেলেও লক্ষ লক্ষ হাদি এখনো বেঁচে আছে। তিনি ইনসাফের জন্য সংগ্রাম করে গেলেও নিজে ন্যায়বিচার পাচ্ছেন না। আগামী বাংলাদেশ হবে হাদি ভাইয়ের স্বপ্নের ইনসাফের দেশ, ইনশাআল্লাহ।”

আরেক শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, “ভারতীয় আধিপত্য বিরোধী লড়াকু সৈনিক হাদি ভাইয়ের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। 

যদি এই বাংলার মাটিতে হাদি হত্যার বিচার না হয়, তবে বুঝে নিতে হবে বিচারহীনতার সংস্কৃতিকে পুনরায় উসকে দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে।”

 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম