ads
১৭ ডিসেম্বর, ২০২৫

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হলো জয়িতার

অনলাইন ডেস্ক

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হলো জয়িতার

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হলো জয়িতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জ্যোতিষ নমিতা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চন্দ্র মজুমদারের মেয়ে জয়িতা মজুমদার সরকারি-বেসরকারি এমবিবিএস ভর্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছেন। গত রোববার বিকেলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়। এতে তিনি মেধা তালিকায় ১৩৯৭তম স্থান অধিকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

জয়িতার বাবা রিপন চন্দ্র মজুমদার দীর্ঘদিন ওই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বল্প বেতনে শিক্ষকতা করছেন এবং মা চিকু রানী মজুমদার একটি এনজিওতে কর্মরত। আর্থিক টানাপোড়েনের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানো তাঁদের জন্য কষ্টসাধ্য ছিল। তাই শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে মেয়ের পড়াশোনার খরচ জুগিয়েছেন বাবা রিপন চন্দ্র। অভাবের মাঝেও জয়িতা তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২৩ সালে আবদুল হালিম করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ওই বছর কোম্পানীগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন তিনি।

এরপর ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় পুনরায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন এবং ঢাকা শিক্ষাবোর্ড থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পান।

নিজের অনুভূতি ব্যক্ত করে জয়িতা বলেন, ‘আমার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার। আজ সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। সবাই আশীর্বাদ করবেন যেন আমি একজন আদর্শ চিকিৎসক হতে পারি।’

জয়িতার বাবা রিপন চন্দ্র মজুমদার আবেগপ্লুত হয়ে বলেন, ‘টানাপোড়েনের সংসারে আমার মেয়ের সংগ্রাম ও তার মায়ের শ্রম বৃথা যায়নি। জয়িতা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। সবাই দোয়া করবেন, সে যেন সফলভাবে পড়ালেখা শেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।’

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম