সুবর্ণচর প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে সুবর্ণচরে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখা।
লাল সবুজের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) খাসেরহাট রাস্তার মাথা এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের জ্যেষ্ঠ নেতারা।
সমাবেশে বক্তারা ভিনদেশীদের আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুবর্ণচর উপজেলার আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি জামানউল্যাহ মকুল। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি মাওলানা ইসমাইল, ১নং চর জব্বর ইউনিয়ন আমীর ওমর ফারুক, ২নং চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর দিদারুল আলম, ৩নং চর ক্লার্ক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল কাশেম, ৪নং চর ওয়াপদা ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, ৫নং চর জুবিলী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা সৈয়দ আহমদ হেলাল, ৬নং চর আমানউল্লাহ ইউনিয়ন আমীর মাওলানা ফয়সাল বিন মোস্তফা প্রমুখ।


