খোরশেদ আলম, সেনবাগ থেকে
জাঁকজমকপূর্ণভাবে নোয়াখালীর সেনবাগে মানবিক সংগঠন হিসেবে খ্যাত জয়নুল আবেদীন ফারুক (জেএএফ) ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জয়নুল আবেদীন ফারুকের গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের এমপি ভিলায় এ ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
জয়নুল আবেদীন ফারুক ফাউন্ডেশনের আহ্বায়ক মিয়া মো. ইলিয়াছের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসন থেকে বারবার নির্বাচিত এমপি, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।
অনুষ্ঠানে জয়নুল আবেদীন ফারুক (জেএএফ) ফাউন্ডেশনের সদস্য নূর নবী বাচ্চু, জেএএফ ফাউন্ডেশনের সদস্য আবুল বাহার, জেএএফ ফাউন্ডেশনের সদস্য নূর নবী রাজু, জেএএফ ফাউন্ডেশন সদস্য মহিন উদ্দিন, জেএএফ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ মোকারম আলী, সদস্য ও সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব আবু তাহের সেলিম, সদস্য নূর হোসাইন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
তাছাড়া- অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির প্রমুখ উপস্থিত ছিলেন।
জেএএফ ফাউন্ডেশন সূত্রমতে- সম্পূর্ণ অরাজনৈতিক ভিত্তিতে পরিচালিত প্রথমবারের মত অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর মোট ৭১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতি শ্রেণীতে মোট বিশজনকে বৃত্তি প্রদান করা হয়। প্রথম বৃত্তিপ্রাপ্ত পাবেন ১৫ হাজার টাকা, দ্বিতীয় বৃত্তিপ্রাপ্ত পাবেন ৮ হাজার টাকা, তৃতীয় বৃত্তিপ্রাপ্ত পাবেন ৫ হাজার টাকা, চতুর্থ বৃত্তিপ্রাপ্ত থেকে ২০ তম বৃত্তিপ্রাপ্ত পর্যন্ত প্রত্যেকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়।


