ads
১৬ ডিসেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলায় মহান মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের সম্মানে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতারা মহান বিজয় দিবসে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, এবং বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরাও শহীদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এছাড়াও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম মহান বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা খেলাঘর আসর, উদীচী, ব্যঞ্জনা খেলাঘর, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বীর শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম