ads
১৬ ডিসেম্বর, ২০২৫

হাদীর কিছু হলে বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে- ইসহাক খন্দকার

অনলাইন ডেস্ক

হাদীর কিছু হলে বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে- ইসহাক খন্দকার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে;রান ফর ভিক্টোরি উইথ শিবির; ম্যারাথন দৌড়

নিজস্ব প্রতিনিধি:
ভারতের আধিপত্যের বিরুদ্ধে তরুণ সমাজ ও যুবসমাজ জেগে উঠেছে এবং এই আধিপত্য বাংলার মাটিতে আর দেখতে চায় না। "জুলাই যোদ্ধাদেরকে" হত্যার নীল নকশা শুরু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। "হাদীর কিছু হয়, তবে বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে" বলে মন্তব্য করেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক খন্দকার।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে "রান ফর ভিক্টোরি উইথ শিবির" ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এক হাজার প্রতিযোগী মাইজদী বাজার থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করেন।

জামায়াত আমির বলেন যে, "যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের স্মরণ করা হচ্ছে এবং তাদের জীবন রক্ষা করা শুধু নয়, বরং তাদের আদর্শ বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে।"

তিনি দুর্নীতিবাজ, দালাল এবং যারা "হাদী" ও "জুলাই যোদ্ধাদেরকে" হত্যা করতে চায়, তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "বাংলার মাটিতে তাদের স্থান হবে না এবং তাদেরকে ভারতে যেতে হবে। জীবন দিয়েছেন, জীবন দেবেন, রক্ত দিয়েছেন এবং আরও রক্ত দিয়ে বাংলার মাটি থেকে এই আধিপত্যবাদ খতম করে ছাড়বেন, ইনশাআল্লাহ্‌।"

শহর শিবির সেক্রেটারি আবদুল্লাহ আল মাহবুব-এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, বেগমগঞ্জ যুব বিভাগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

"রান ফর ভিক্টোরি উইথ শিবির" ম্যারাথন দৌড়ে ২০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করেন আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম