ads
৭ ডিসেম্বর, ২০২৫

সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক

সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবৃত্তি প্রদান

সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবৃত্তি প্রদান

খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

স্কুল সহকারী শিক্ষক মোহাম্মদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কানকিরহাট কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. কামরুজ্জামান, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মনজুর আলম, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব, সাবেক সদস্য সচিব কাউছার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির মোট ২১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাসূত্রে অগ্রযাত্রা আরও গতিশীল করতে এবং তাদের ভবিষ্যৎ স্বপ্নপূরণে প্রেরণা জোগাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম