নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন ও রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন বিষয়ক প্রতিযোগিতা ‘ইনুকুয়েস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন ও ভিডিও কনফারেন্স রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম, ড. মো. আব্দুস সালাম, ড. কাওসার হোসেন, ড. মো. আমজাদ হোসাইন, ড. মো. তসলিম মাহমুদ, সহকারী অধ্যাপক আব্দুল করিম, মো. আব্দুল বারেক, মো. ইফতেখারুল আলম ইফাত।
পোস্টার প্রেজেন্টেশন ও থ্রি মিনিট রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন দুই ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন টিম ইলেক্ট্রোকুয়েস্ট-এর বিধান দাস ও ফাতেমা আক্তার, দ্বিতীয় স্থান এসপিরিন টিমের মেহেরাজ হোসাইন ও তৃতীয় স্থান গ্লাইকল টিমের ফজলে রাব্বি। থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশনে এককভাবে প্রথম স্থান অর্জন করেন জাওয়াদ আরিফুজ্জামান উদয়, দ্বিতীয় স্থান তানিব আহমেদ ও তৃতীয় স্থান সয়েল সেভিয়র দলের ফারহানা ইয়াসমিন মিতু।
প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সায়েন্স ক্লাবের এই ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে চিন্তা করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং তারা শিখছে কিভাবে এই বিষয়গুলোতে আরও ভালো করা যায়। আমি আশা করছি, এই অভিজ্ঞতা তাদেরকে ভবিষ্যতে পোস্টার প্রেজেন্টেশন বা রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশনে আরও বহুদূর নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


