ads
২৩ নভেম্বর, ২০২৫

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খোরশেদ আলম, সেনবাগ

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের  সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ। আজ রবিবার সকালে (২৩ নভেম্বর) ঢাকায় একটি হোটেল লবিতে ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং টোবগের সাথে এই সাক্ষাৎ করেন এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, 

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া, এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

সৌজন্য সাক্ষাতের সময় এনসিপি-এর জাতীয় নেতৃবৃন্দ দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে এই সফরের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে ভুটানের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

শেরিং টোবগে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য এবং আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম