ads
১৯ নভেম্বর, ২০২৫

আমি সকলের সহযোগিতা চাই-নবনিযুক্ত জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

আমি সকলের সহযোগিতা চাই-নবনিযুক্ত জেলা প্রশাসক

আমি সকলের সহযোগিতা চাই-নবনিযুক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:
জেলা উন্নয়নে সকলের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। সরকারী কর্মচারী ও জনপ্রতিনিধিদের প্রশাসনিক কাজ বাস্তবায়ন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নেতৃত্ব প্রদান, এবং সাংবাদিকদের মাধ্যমে জনগণের কথা তুলে ধরার পাশাপাশি, নাগরিক হিসেবে আমাদেরও নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। 

সকলের সক্রিয় সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এই জেলার উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়িত হবে। আমি সকলের সহযোগিতা কামনা করি বলেন নোয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রথম মতবিনিময় সভা। 

জেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের
স্বাগত ও শুভেচ্ছা জানান।  জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নোয়াখালীর সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিরা, ব্যবসায়ী প্রতিনিধিরা,বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, জুলাই যোদ্ধা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ।

উপস্থিত বক্তারা নোয়াখালীর উন্নয়নের গতিপথ নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর উপর জোর দেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  জিনাত রেহানা প্রমুখ
 

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম