ads
৬ নভেম্বর, ২০২৫

মডেল মন্দির তৈরি করবো - ফখরুল ইসলাম

অনলাইন ডেস্ক

মডেল মন্দির তৈরি করবো - ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি:
"আমার সরকার ক্ষমতা আসলে এই এলাকায় মডেল মন্দির তৈরি করার জন্য বলবো। সরকার না করলে আমি নিজ অর্থায়নে করবো। সকল উপজেলায় মডেল মসজিদ আছে, কিন্তু কোথাও মডেল মন্দির নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই, তাঁরা এদেশের নাগরিক।"

নোয়াখালী-৫ আসনে মনোনয়ন পাওয়ার পর বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের গণসংযোগ কার্যক্রম বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে তিনি আরও বলেন, "আমরা বহুদিন ভোট দিতে পারিনি, এবার আমরা ভোট দেবো—এই ভোট হবে জনগণের পরিবর্তনের ভোট।"

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মনোনয়ন দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, "কোম্পানীগঞ্জে আমরা ঐক্যবদ্ধ, ঐক্য থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।"

এসময় আরও উপস্থিত ছিলেন: উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার আনিছুল হক, এবং বসুরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম