নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ডেভলপমেন্ট) সরদার নূরুল আমিন বিপিএম বলেছেন, "যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হলো পুলিশ বাহিনী। এটি সব সময় সরকারের দৃশ্যমান অবয়ব হিসেবে পরিচিত।
বিগত সময়ে পুলিশকে কিছু স্বার্থান্বেষী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক ও অন্যায় ভাবে ব্যবহার করার ফলে পুলিশের কার্যক্রমের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে।
বৃহস্পিতবার (৬ নভেম্বর ২০২৫) সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫২তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি হায়দার আলী খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সহ বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, কুচকাওয়াজ, প্যারেডসহ বিভিন্ন ডিসপ্লে পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন।


