ads
১৮ নভেম্বর, ২০২৫

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

কাজিরহাটে  ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের মেধা বিকাশে শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ও এম.এ. হাসেম বিশ্ববিদ্যালয় কলেজে এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

উক্ত বৃত্তি পরীক্ষায় সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপস্থিত ছিলেন ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার সম্মানিত সভাপতি মো. মোশাররফ হোসেন দুলাল, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন, পরীক্ষা সচিব হাবিব উল্লাহ, উপ-সচিব নুরুল আলম ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক আমিরুল ইসলাম ও সামছুল আলম। 

এছাড়াও উপস্থিত ছিলেন ইত্যাদি'র সভাপতি মো: জাকের হোসেন ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালমান শাহরিয়ার রাফি।  প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ, মোঃ ফখরুল ইসলাম জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পিয়াস, স্থায়ী পরিষদ সদস্য মো: জাহেদুল ইসলাম হায়দার, ইঞ্জিয়ার মোঃ জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, সাহেদ উল্যাহ, নাছির উদ্দীন সেলিম। 

সিনিয়র সদস্য আবু বকর ছিদ্দিক খোকন, মওদুদ আহম্মদ, কার্যকরী কমিটির সহ সভাপতি মাহমুদুর রহমান অপুসহ ইত্যাদি সংস্থার কার্যকরী কমিটি ও সদস্যবৃন্দ। 

বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী কামরুল হাসান বাবু। তিনি বলেন, নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের মেধা, মনন বিকাশে বৃত্তি পরীক্ষার ভূমিকা রয়েছে। আমরা চাই এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা সম্পন্ন জনসম্পদে রুপান্তর করতে।"

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, "আমাদের এই অঞ্চলে প্রায় ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই বৃত্তি পরীক্ষার ধরন ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেড। 

ট্যালেন্টফুল বৃত্তি প্রাপ্ত প্রতিজন এককালিন ৪০০০ টাকা, সনদপত্র ও ক্রেস্ট এবং সাধারণ গ্রেড বৃত্তি প্রাপ্ত প্রতিজন এককালিন ২৫০০ টাকা, সনদপত্র ও ক্রেস্ট পাবেন।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যে খাতা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।" 

ইত্যাদি সংস্থা'র সভাপতি মোঃ জাকের হোসেন ফেরদৌস বলেন, ইত্যাদি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজিরহাট অঞ্চলের সমাজ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের এই বৃত্তি পরীক্ষার ব্যতিক্রম আয়োজন।

বৃত্তি পরীক্ষায় বাস্তবায়নে বৃত্তি উপদেষ্টা ও পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইত্যাদির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা পরিষদ, স্থায়ী পরিষদ, স্বেচ্ছাসেবক, সাংবাদিকসহ সকল স্টেক হোল্ডারদের ধন্যবাদ জানাই। আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই আয়োজন সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম