ads
৮ নভেম্বর, ২০২৫

প্রথম বছরে পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য দেখিয়েছে নোয়াখালী বিজ্ঞান কলেজ

অনলাইন ডেস্ক

প্রথম বছরে পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য দেখিয়েছে নোয়াখালী বিজ্ঞান কলেজ

প্রথম বছরে পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য দেখিয়েছে নোয়াখালী বিজ্ঞান কলেজ

নিজস্ব প্রতিনিধি:

প্রথম বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য দেখিয়েছে নোয়াখালী বিজ্ঞান কলেজ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি।

মোট ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ৪৬ জন  জন কৃতকার্য হয়েছে। বছর এই কলেজের পাশের হার ৯২%। অসাধারণ সাফল্যে কলেজজুড়ে আনন্দের বন্যা বইছে।

এই সাফল্যের পেছনে রয়েছে কলেজ কর্তৃপক্ষের কঠোর নজরদারি, শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়।

শিক্ষার্থীরা জনান, "শিক্ষকদের নিয়মিত অনুপ্রেরণা সঠিক দিকনির্দেশনা আমাকে এই ফল অর্জনে সাহায্য করেছে। আমরা সবসময় স্যার-ম্যাডামদের সহযোগিতা পেয়েছি।

এই সাফল্য প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুজ জাহের  বলেন, "এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের শিক্ষক-শিক্ষিকারা নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং শিক্ষার্থীরাও তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করেছে। আমরা মনে করি, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, অতিরিক্ত ক্লাস এবং মডেল টেস্টের মাধ্যমেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আমি সকল কৃতকার্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।"

কলেজের শিক্ষক পরিচালনা পর্ষদ আশা করছেন, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফল করবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নোয়াখালী বিজ্ঞান কলেজ এর এই ঈর্ষণীয় ফলাফল পুরো নোয়াখালী  অঞ্চলের শিক্ষাঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম