সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা:
জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
১৯ ডিসেম্বর (শুক্রবার) আসর নামাজের পর কবিরহাট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে।
এ সময় শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবিতে ব্যানার নিয়ে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় তারা— ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আবু নাছের, কবিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম, কবিরহাট পৌরসভার আমির ফজলুল্লাহ, ছাত্র প্রতিনিধি জীবন উদ্দিনসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবির, জীবন, মাসুদ, সোহেল, সুমন, ইব্রাহিমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।


