সুবর্ণচর প্রতিনিধি:
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ” —এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে (হল রুমে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, চরজব্বর থানার এসআই শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রবাসী ফাউন্ডেশন সুবর্ণচর শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল আলমসহ সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের সমৃদ্ধিতে প্রবাসীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, "দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীরা দিনরাত পরিশ্রম করছেন। অথচ পাসপোর্ট অফিস, পুলিশ ক্লিয়ারেন্স, ডাক্তারি পরীক্ষা কিংবা বিমানবন্দরে তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই হয়রানি বন্ধ করা এখন সময়ের দাবি।"
বক্তারা প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, বিদেশ যাওয়ার আগে ভাষাগত দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা, তাই তাদের সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


