আব্দুল মোতালেব, চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামে অবস্থিত ‘বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসায়’ জাঁকজমকপূর্ণ পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাত ৮টায় মাদ্রাসার সম্মুখে আলহাজ্ব ইউসুফ জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে ১২ জন মেধাবী শিক্ষার্থীকে হিফজ সমাপ্ত করায় বিশেষ সম্মাননা ও পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত ১২ জন হাফেজের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন এমরান হোসেন। তিনি মাত্র ৯ মাস ১৪ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর এই অনন্য সাফল্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। অনুষ্ঠানে হাফেজদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও ইব্রাহিম নিট গার্মেন্টসের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান নয়, বরং নৈতিকতা ও আদর্শ মানুষ গড়ার অন্যতম বিদ্যাপীঠ। বাগে ইব্রাহিম মাদ্রাসা যেভাবে দক্ষ হাফেজ তৈরি করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে আলোকিত মানুষ তৈরি হোক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রচার বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা মহসিন, চাটখিল উপজেলা জামায়াত আমির মাওলানা মহিউদ্দিন হাছান, জামেয়া ওসমানিয়ার মুহতামিম মাওলানা মো: ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক, মো. জহির উদ্দিন, উদীয়মান সমাজসেবক ও ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ কাজল, পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিলন, এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী রিফতি, ইফতিসহ আরও অনেকে।