খোরশেদ আলম, সেনবাগ :
আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে এবং সেনবাগ পৌর যুবদলের আহ্বায়ক মোকারম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সেনবাগ উপজেলা বিএনপি আহ্বায়ক, মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপি, যুগ্ম আহ্বায়ক, নুর নবী বাচ্চু, সেনবাগ পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফা, সেনবাগ পৌর বিএনপি, যুগ্ম আহ্বায়ক, মো. হুমায়ন কবির হুমু।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, "জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সংকটে বাংলাদেশের ত্রাণকর্তা।"
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।