খোরশেদ আলম, সেনবাগ :
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক (এবি ছিদ্দিক স্যার) আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল গাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।
মরহুমের কফিনে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ ও আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।