নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ বেতার আঞ্চলিক বার্তা সংস্থা চট্টগ্ৰাম এর উদ্যোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ৩ টা থেকে বাংলাদেশ বেতার আঞ্চলিক বার্তা সংস্থা চট্টগ্রামের স্টুডিওতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার (চট্টগ্রাম) এর পরিচালক মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরিফুল কাদের। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক (চট্টগ্রাম) মোল্লা মোঃ আব্দুল হালিম, সহকারী বার্তা নিয়ন্ত্রক (চট্টগ্রাম) কামরুন নাহার, সহকারী বার্তা নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান।
বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরিফুল কাদের বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ বেতারের সংবাদিকগণ সব সময়ই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতা করেছে। গণভোট নিয়ে গণসচেতনতায় ইতোমধ্যে বাংলাদেশ বেতার বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের অধীনে বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের ডিসি হিলে জেলা প্রশাসনের সহযোগিতায় বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান "বহিরাঙ্গন" অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে। এক্ষেত্রে বাংলাদেশ বেতার সময়ে অনন্যা ভূমিকা রেখেছে। বাংলাদেশে বেতারের কর্মীদের কাছে জাতি তাই প্রত্যাশা করে।
কর্মশালায় বাংলাদেশ বেতার আঞ্চলিক বার্তা সংস্থা চট্টগ্রাম এর অধীনে বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।