১৮ জানুয়ারি, ২০২৬

নোয়াখালী ৫ আসনের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক

নোয়াখালী ৫ আসনের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) আসনের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম।

শনিবার (১৭ জানুয়ারি) তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, এবং ৩নং ওয়ার্ডের চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। 

পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা ও প্রশাসনিক মূল্যায়নের ভিত্তিতে কেন্দ্র দুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। 

তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। 

আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইমাম হোসেন, চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি খাঁন সাহেবসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তাও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোটার ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।