১৬ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর মো. আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে একই গ্রাম থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। নিহত আরিফ ওই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন এবং তাঁর পাঁচ ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

গত ২ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচের খালে দুই কিশোর কচুরিপানা সংগ্রহ করতে গেলে মরদেহটি ভেসে উঠতে দেখে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও ওসির দায়িত্বে থাকা মো. হাবিবুর রহমান বলেন, "নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।