১৬ জানুয়ারি, ২০২৬

নোয়াখালী–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার মতবিনিময়

নোয়াখালী–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়ার মতবিনিময়

খোরশেদ আলম, সেনবাগ

নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া সেনবাগ উপজেলার নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদ্রাসার আলেম ও মুহতামিমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।

সফরকালে তিনি সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান এবং হাফেজ মাওলানা আব্দুল হান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় মাদ্রাসা শিক্ষা, অবকাঠামো ও শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।

পরবর্তীতে তিনি সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বিকেলে সুলতান মুহাম্মদ জাকারিয়া কল্যান্দী হাফিজিয়া মাদ্রাসা ও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা এমরান হোসেনের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।

রাতে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সেনবাগ উপজেলা শাখার সভাপতি ও জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতাউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার সার্বিক মাদ্রাসা শিক্ষা পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ হয়। সাক্ষাৎ শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় মুহতামিমের নিকট দোয়া প্রার্থনা করেন।