১৬ জানুয়ারি, ২০২৬

সেনবাগ মারকাজুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ‘আল ওহী কিডস হ্যাভেন’-এর উদ্বোধন

সেনবাগ মারকাজুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ‘আল ওহী কিডস হ্যাভেন’-এর উদ্বোধন

খোরশেদ আলম, সেনবাগ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ঐতিহ্যবাহী আধুনিক ইসলামী দ্বীনি প্রতিষ্ঠান মারকাজুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ‘আল ওহী কিডস হ্যাভেন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাফেজ মুহাম্মদ আবু সায়েম মাসুম। হাফেজ মুহাম্মদ গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পল্লী বিদ্যুতের আইটি ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ আইমান, বিশিষ্ট দলিল লেখক মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহেব উল্লাহ, মাওলানা আবু বক্কর মামুন ও মাওলানা মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীর সরব উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবাগত শিক্ষার্থীদের মাঝে বই ও স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং অতিথিদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর প্রধান অতিথি ড. মুহাম্মদ আমিনুল হক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘আল ওহী কিডস হ্যাভেন’-এর শুভ উদ্বোধন করেন এবং সুসজ্জিত ও আধুনিক মানের শ্রেণিকক্ষগুলো পরিদর্শন করেন।