১৩ জানুয়ারি, ২০২৬

দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম মানবিক উদ্যোগ

দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি:
​দারিদ্র্য যেন শিক্ষার পথে বড় বাধা হয়ে না দাঁড়ায়। তেমনই এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালী সরকারি কলেজ সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ।

​সম্প্রতি ষ্টার নিউজ রিপোর্টার ও এসময়ের নোয়াখালী সম্পাদক ও প্রকাশক মো গোলাম কিবরিয়া রাহাত ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানা যায়, অর্থের অভাবে একজন শিক্ষার্থী তার পরীক্ষার বইপত্র কিনতে পারছিলেন না। 

বিষয়টি ছাত্রদল নেতা-র নজরে আসতেই তিনি দ্রুত ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ান এবং দ্বাদশ শ্রেণিতে সকল বই ব্যবস্থা করে দেন।

​এই মানবিক পদক্ষেপে ওই শিক্ষার্থীর পড়াশোনার পথ অনেকটাই সুগম হলো।

ছাত্রদল সভপতি রাশেদ এমন প্রচেষ্টা অন্যদেরও সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে বলে আশা করা যায়।

রাশেদুল ইসলাম সোহাগ জানান, ভবিষ্যতেও তিনি এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন।