নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মো. মুরাদকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
গত ১১ জানুয়ারি বিকেলে চরমটুয়া ইউনিয়নের খলিশাটোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মুরাদ ওই এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খলিশাটোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় লোকমানের চা দোকানের সামনে থেকে মুরাদকে ঘেরাও করে পুলিশ সদস্যরা। তল্লাশিকালে তার কোমরে প্যান্টের বেল্টের সাথে গোঁজানো অবস্থায় ০১টি বিদেশী পিস্তল এবং ০২ রাউন্ড গুলিভর্তি ০১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, মুরাদ এলাকায় অত্যন্ত দুর্ধর্ষ হিসেবে পরিচিত। সে প্রায়ই প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মহড়া দিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করত। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার গ্রেফতারের খবরে চরমটুয়া এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশি রেকর্ডে দেখা যায়, মুরাদের বিরুদ্ধে এর আগেও সুধারাম থানায় মারামারি ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় সুধারাম মডেল থানার এসআই মো. মুক্তার হোসেন ভূঁইয়া বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারের পর আসামী মুরাদকে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।