নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়াকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
সুলতান মোহাম্মদ জাকারিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আন্তর্জাতিক সেলের নির্বাহী কাউন্সিলের সদস্য।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথায় ‘দাঁড়িপাল্লা’র সমর্থক, কর্মী ও সর্বস্তরের এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, নোয়াখালী-২ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু হঠাৎ করে এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়াকে ঘোষণা করা হয় এবং তিনিও মনোনয়নপত্র দাখিল করে বৈধ প্রার্থী নির্বাচিত হন।
বিক্ষোভকারীদের দাবি, জোটের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়াকে এলাকার মানুষ তেমন চেনে না এবং তার কোনো জনসমর্থন নেই। মাওলানা সাইয়েদ আহমেদ এখানে বিএনপির প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের সম্ভাবনা রাখলেও, অন্য কাউকে প্রার্থী করলে জোটের ভরাডুবি হবে।
জামায়াতের কর্মী-সমর্থকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জোটের প্রার্থী হিসেবে সুলতান মোহাম্মদ জাকারিয়াকে প্রত্যাহার করা না হয়, তবে সাধারণ ভোটারসহ জামায়াতের কর্মীরা ভোট বর্জন করবেন এবং কেন্দ্রে যাবেন না।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নোয়াখালী-ফেনী সড়কের সেনবাগ রাস্তার মাথায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, মানববন্ধনের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এ ব্যাপারে উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।