১২ জানুয়ারি, ২০২৬

সেনবাগ আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত 

সেনবাগ আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত 

খোরশেদ আলম,  সেনবাগ 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান  সেনবাগ আল- জাহিদ  ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে  মাদ্রাসার পুরাতন ও নবাগত শিক্ষার্থীদের সরব পদবারে পুরো মাদ্রাসা ক্যাম্পাস মুখরিত হয়।  শিক্ষার্থী ও অভিভাবক হয় উচ্চস্বিত।


এ উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি)  দুপুরে আধুনিক এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বই বিতরণ উৎসব উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আল- জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাাতা ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাছুম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস।  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ আব্দুল হান্নান। 

 অনুষ্ঠানে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম মাছুম, মাদ্রাসার অধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌস, অনুষ্ঠানের বিশেষ অতিথি মুফতি মুহাম্মদ আবদুল হান্নান - মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। 

প্রাণবন্ত উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সেনবাগ আল জাহিদ ইসলামীয়া আলিম মাদ্রাসার সিনিয়র কো-অর্ডিনেটর মো. ইমাম হোসেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, মাদ্রাসার শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।