১২ জানুয়ারি, ২০২৬

বসুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ

বসুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ  প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শোকজ্ঞাপন ও দোয়া মাহফিল উপলক্ষে বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মহিলা সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ যুবদল বসুরহাট পৌর শাখার আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, ছাত্রনেতা জাহেদ হোসেন সাহেদ এবং বসুরহাট পৌর মহিলা দলের নেত্রী ববি। এ সময় মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ আগামী দিনে দলীয় সকল কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।