কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ফয়সাল ইবনে জুয়েল(৩৭)কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।
শনিবার বেলা ১২ টার দিকে বসুরহাট পৌরসভায় এঘটনা ঘটে। আহত ফয়সাল ইবনে জুয়েল চরহাজারী ইউনিয়নের মাস্টার আবু নাছেরের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক আহত ফয়সালের এক নিকটাত্নীয় জানান, বসুরহাট বাজারের আরডি শপিং মলের সামনে থেকে বাইক থেকে টেনে হিঁচড়ে ফয়সালকে তুলে নেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে তারা কেজি স্কুলের পাশ্ববর্তি একটি বাড়িতে নিয়ে ফয়সালকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল নেয়া হয়েছে ।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।