খোরশেদ আলম :
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) ঢাকায় অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস-এর নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের পক্ষে বৈঠকে অংশ নেন নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহবায়ক এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।