১০ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীতে ১৫০ শিক্ষার্থীকে সবক প্রদান করল ইকরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

নোয়াখালীতে ১৫০ শিক্ষার্থীকে সবক প্রদান করল ইকরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারে অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর উদ্যোগে বার্ষিক সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে নতুন পাঠ্যক্রমের শুভ সূচনা হিসেবে সবক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘বিশ্বজয় যাদের স্বপ্ন, আমরা আছি তাদের সাথে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সবক প্রধান করেন দারুলউলুম আল ইসলামিয়া চরমটুয়ার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস  হাফেজ মাওলানা আবদুল বাসেত।

প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণির প্রথম তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহাদাত হোসেন মুরাদ, খিদমাতুল উম্মা সেন্টারের প্রধান প্রশিক্ষক মাওলানা ইউনুছ আহম্মদ,পরিচালক সাইফুল ইসলাম দিদার, হাফেজ মাওলানা আবুল হাসেমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে ইকরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।