খোরশেদ আলম, সেনবাগ
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ড একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মায়া রানী (৪৫) নামে এক প্রতিবন্ধী মহিলা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার শুক্রবার রাতে জানান , ঘটনার খবর পাওয়ার পরপরই রাতেই সেনবাগ থানা পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ওই প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য শুক্রবার নোয়াখালী জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ গুচ্ছগ্রামে দাহ করা হয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।