খোরশেদ আলম, সেনবাগঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সোলেমান রাজু ও ওমর ফারুক শাকিল এবং সেনবাগ পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ আদনানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
পৃথক চিঠিতে উপজেলার বীজবাগ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর তারেক জয়ের পদ স্থগিত এবং কানকিরহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সকল কার্যক্রম স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক পত্রে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। রাতে চিঠিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
বহিষ্কারের বিষয়টি জাতীয়তাবাদী ছাত্রদলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া সেনবাগ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।