খোরশেদ আলম, সেনবাগ
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তিনি নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সেনবাগ উপজেলা পরিষদের নির্বাচিত তিনবারের সাবেক চেয়ারম্যান।
সোমবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিশিয়া তাবাসসুমের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।