২৯ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসনা জসিম উদদীন মওদুদের মনোনয়নপত্র জমা

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসনা জসিম উদদীন মওদুদের মনোনয়নপত্র জমা

মোহাম্মদ উল্যাহ, প্রতিনিধি:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং অশ্বদিয়া ও নেয়াজপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাসনা জসিম উদদীন মওদুদ। তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন একান্ত সহকারী মাহবুবুর রহমান নাহিদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে মাহবুবুর রহমান নাহিদ বলেন, "হাসনা জসিম উদদীন মওদুদ নোয়াখালী-৫ আসনের জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।" তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনী বিধি-বিধান মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নোয়াখালী-৫ আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।