১৯ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীতে ওসমান হাদীর মৃত্যুতে দোয়া ও বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীতে ওসমান হাদীর মৃত্যুতে দোয়া ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে নোয়াখালী জেলা জামে মসজিদ ও জেলা মডেল মসজিদসহ জেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় শোক ও বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি ‘সর্বদলীয় জুলাই ঐক্য’-এর ব্যানারে জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মাইজদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদীর মৃত্যুকে 'হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করে এর পেছনে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।