১৯ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির হত্যার প্রতিবাদে বসুরহাট পৌরসভায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ওসমান হাদির হত্যার প্রতিবাদে বসুরহাট পৌরসভায় জামায়াতের বিক্ষোভ মিছিল

 

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: 
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতের যৌথ উদ্যোগে বসুরহাট বাজারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন। মিছিলে আরও উপস্থিত ছিলেন— পৌরসভা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াকুব হোসাইনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, "এ ধরনের হত্যাকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।" তারা আরও যোগ করেন, "জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং প্রতিযোগিতার রাজনীতি করে।"

সমাবেশ থেকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায়ের আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।