১৯ ডিসেম্বর, ২০২৫

সেনবাগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

সেনবাগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

খোরশেদ আলম, সেনবাগ:

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল ছিলোনীয়া বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার শুক্রবার সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত কুতুব উদ্দিন পাটোয়ারী নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় অর্জুনতলা ইউনিয়ন শাখার সভাপতি।

তার বিরুদ্ধে সেনবাগ থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।