খোরশেদ আলম, সেনবাগ:
প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক আবারও সিআইপি (CIP) নির্বাচিত হয়েছেন নোয়াখালীর সেনবাগের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হলেন।
এ উপলক্ষে বুধবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সিআইপি নির্বাচিতদের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে আসিফ নজরুলের নিকট থেকে সশরীরে এই ট্রফি গ্রহণ করেন নুর মোহাম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
নুর মোহাম্মদ সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ওমান প্রবাসী একজন সফল ব্যবসায়ী এবং সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি নিজ এলাকায় একজন মানবিক ও দানবীর ব্যক্তিত্ব হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।
এদিকে, নূর মোহাম্মদ টানা দ্বিতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হওয়ার খবরে সেনবাগসহ অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উল্লাস দেখা গেছে।