নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীতে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নোয়াখালী জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল নয়টায় শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্মাননা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, খেলাধুলার আয়োজন ও আলোকসজ্জা করা হয়।