খোরশেদ আলম, সেনবাগ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার আহ্বায়ক মো. সানা উল্লাহর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে তার সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রবিবার গভীর রাতে (১৪ ডিসেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
অনুমোদনে বলা হয় - "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী জেলা শাখার অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহর সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।"
এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ সাংবাদিকদের বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।