নোবিপ্রবি প্রতিনিধিঃ
৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নোয়া প্রযুক্তি হাউজিং মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইংরেজি বিভাগ ও আইএসএলএম (ISLM) বিভাগ। দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যাত্রা পেরিয়ে দুই বিভাগ শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছায়।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ইংরেজি বিভাগ জয়লাভ করে শিরোপা নিজেদের করে নেয়। ফাইনাল ম্যাচে অসাধারণ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইংরেজি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী তামিম হাসান।
অন্যদিকে, পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক ও নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আইএসএলএম বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
খেলাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ীরা। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ ক্রীড়া মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নোবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আরিফুর রহমান সৈকত বলেন - আমরা বিশ্ববিদ্যালয়ের ৩২টি ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করতে পেরেছি। এতে আপনাদের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর পাশাপাশি, সহশিক্ষা কার্যক্রমগুলোতে ছাত্রশিবির নিয়মিত আপনাদের পাশে থাকবে। আমরা প্রত্যাশা রাখি আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্র রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব।
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর ইসলাম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, আমরা শুরু থেকেই আপনাদের সহযোগিতা পেয়েছি এবং সেই কারণে আমরা ফাইনাল খেলাটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি।
আমাদের টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল আমাদের ক্যাম্পাসে যে রাজনৈতিক অবস্থা ছিল,সিনিয়রদের আধিপত্যের কারণে জুনিয়ররা নির্যাতন, ভয়ভীতি ও জোরপূর্বক মিছিল-মিটিংয়ে অংশ নিতে বাধ্য করা, তার বিরুদ্ধে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা।
গত ১৭ বছর এমন পরিস্থিতি বিরাজ করেছিল। আলহামদুলিল্লাহ, ছাত্রশিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা এই আধিপত্য এবং জোরপূর্বক ভয়ভীতি দূর করে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণের জন্য কাজ করে আসছি।
তিনি আরও বলেন, আমরা ৫ই আগস্ট থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি, এবং ৫ই আগস্টের পর থেকে বৃহত্তর পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। তারই একটি বড় আয়োজন হলো আমাদের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট।
এই আয়োজনের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই,যুবকরা চাইলে দেশের নেতৃত্ব দিতে সক্ষম। আমাদের অনুরোধ থাকবে, অনন্য ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করতে থাকে এবং তাদের কল্যাণের জন্য কাজ চালিয়ে যায়।
উল্লেখ্য,গত ২৪ অক্টোবর ২০২৫ থেকে নোয়া প্রযুক্তি হাউজিং মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিলো টুর্নামেন্টটি। বিশ্ববিদ্যালয়ের ৩২ টি বিভাগ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।